আগুনের মতো তপ্ত মাতৃভূমি
যেখানে শত শত শহিদেরা আছে ঘুমি।
অন্ধকার ছায়ার মতো হেঁটে চলে ওরা
ভূলে গেছে এই বিনিময় রক্তঝরা;
দিগন্তের বুকে আজ সমাপ্তির রেখা।
জেগে উঠবার শক্তি নেই
আহবান থেমে রয়েছে এভাবেই।
সন্ধ্যাতারা নিভে গেছে প্রবল ঝড়ে
সহিংসতার ক্যান্সার আমাদের পাঁজর ধরে;
প্রভঞ্জনের মতো ধ্বংস করছে সমগ্র মানবজাতিকে।
এই শান্তির রাজ্যে আর হবেনা অনাচার
এই শপথে আজ বিপ্লবী সব
হয়ে উঠছে দুর্বার।