আলো ফুটবে অন্ধকার চিরে
ভোরের পাখিরা গাইবে বিজয়ের গান
আর ঝরবেনা কোনো প্রাণ;
স্বৈরাচারের নামে।
এই বাংলা কিনেছি আমরা রক্তের দামে।
যে রক্ত বিপ্লবী শহিদদের।
রাজপথ কাঁপিয়েছিল জালিমদের বিরুদ্ধে
উপড়ে দিয়েছিল শয়তানদের বিজয়ী যুদ্ধে।
ঝড় তুলেছিলো প্রতিবাদ আর মিছিলে
তাইতো তারা পৌঁছেছিল কাংখিত মনযিলে।
আবারও জ্বলবে প্রতিশোধের শিখা
ধ্বংস করব অন্ধকার রেখা।
আবারও জেগে উঠব আমরা সত্য শপথে
বিমলিন রক্তিম সূর্যোদয়ের সাথে।