নির্জন-নীরবতা বিরাজ করছে
এই প্রাচীন ঘরে
বৃক্ষের ছায়াগুলো গিয়েছে
অনেক দূরে সরে।
প্রখর রোদ্দুরে তপ্ত হয়ে উঠছে কবরগুলো।
একাত্তরের কোনো এক গভীর রাতে
দস্যু হানাদার বাহিনীর হাতে;
খুন হয়েছিল এই পরিবার।
কেউ ছিলনা লাশগুলো সরাবার
সেখানেই দাফন হয়েছিল।
আজও সেই আত্নাগুলো ডাকে আমাদের
মৃত্যুর জন্য নয়,জেগে উঠবার জন্য।
নিশ্চিহ্ন করে ফেলতে এই যুগের রাজাকার আর আলবদরদের।
যারা মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে
যারা অরাজকতার প্রভূ আর শোষণের ঝঞ্ঝাবাহী
এদের শেষ করতে পারলেই শান্তি পাবে
ত্রিশ লক্ষ শহিদের আত্না।