তপ্ত দুপুরে ঘামঝরা পরিশ্রম করে
কৃষকেরা ফিরেছে ঘরে।
কিন্তু আহারের মতো কিছু নেই
ক্ষুধার্ত পেটে কাতরায় এভাবেই।
তবু দিনরাত খাটে আমাদের জন্য
উন্নত সভ্যতার জন্য;
ওরা নিত্য খেটে যাওয়া মজুর-মুটে
অথচ ওদের কপালে দুঃখই শুধু জুটে।
অনাহারে বসে থাকে বাচ্চাগুলি
ওদের চিত্র আঁকা হয় নিয়ে রঙ-তুলি।
আফসোস মানবতা নিপাত গিয়েছে
সন্ধ্যার কালো আঁধার গিলে নিয়েছে
আমাদের বিবেক।
ওই খেটে খাওয়া মানুষগুলো গড়ে তুলছে সভ্যতা
অথচ ওরাই শেষ হয়ে যাচ্ছে দিনের পর দিন।