অপরাহ্ন নেমেছে বসুন্ধরায়
ক্লান্ত মানুষের চোখে নীরব আশা
একটি নতুন ভোরের দৃঢ় প্রত্যাশা।
যেদিন মনিবের হাতে চাবুক থাকবেনা
থাকবে বুকভরা ভালোবাসা
যেদিন প্রতিবাদকারী কেউ মরবেনা
মরবে সর্বনাশা।
কৃষকেরা পাবে ন্যায্য অধিকার
ফুরিয়ে যাবে সব হাহাকার।
মানুষেরা চলবে কাঁধ মিলিয়ে
সুখ-দুঃখ সব দেবে বিলিয়ে।
হিংস্রতা উঠে যাবে এই মাটি থেকে
স্বচ্ছ,সুশীল সমাজ যাবে ওরা রেখে;
একটি ঐক্যবদ্ধ আগামীর জন্য।