মশগুল সব অক্ষর সাদা পৃষ্ঠার খামে
প্রভাবিত হয়নি কভূ শত পরিণামে।
বিজয়ের হর্ষধ্বনি শুনেছি
ভাবান্তর থেকে নির্লিপ্ত রূহের ধ্বনি শুনেছি।
ঢেউয়ের  অফুরন্ত মহিমার কাছে
শ্যাওলার মতো শত সাইক্লোন বাঁচে।
অকপটে চলা বিচ্ছিন্ন মানুষ হতে
সন্নিহিত রোদের ভিন্নমতে;
প্রাচীন পথে দাঁড়িয়ে আছে মৃত্যুদূত
কাফনে মোড়া জীবাত্মাগুলো হয়নি আপ্লুত।
অশরীরি বাতাসের নিম্ন আওয়াজ
যেন অনন্ত সময়ের কঠিন রেওয়াজ।
প্রাঞ্জল ধূপে জমে থাকা উপহার
''নিয়তির'' কাছে সেটি সদা সমহার।
কখনো ভয়াল হয়ে, দগ্ধ করে বিচ্ছিন্ন এ মন
যেন দামামার সাথে বেজে উঠেছে
নতুনত্বের রণ।