চিরন্তন খোঁজের নিবারণ নেই।
আর কতকাল ঘুমাবে
শিয়রের পাশে আগুন রেখে।
অতিথি সেজেছে বিদীর্ণ হাওয়া
হঠাৎ অস্তিত্বের টের পাই
দূর মগজের জাগো-সংগীতে
অভিলাষ নাই।
যেখানে ক্ষতরা জানান দেয়
ঘরছাড়া শিউলীদের।
একটা মায়া ছিল ওদের,
বদলে যেত নিবিড় শিশিরে।
সংকল্প আড়ষ্ট হয়না
যুগ বহুযুগ পরেও
ফিরতে পারেনি তারা
ফুলের রাস্তা ধরেও;
কেননা সেখানে পড়েছিল
শীতার্তের একটি
হিমায়িত চোখ।