সীমাহীন আকাশে বিস্তৃত তারাগুলো
আলো জ্বেলে যায় সন্ধ্যারাতে
কখনো অভিমান হয় মেঘের সাথে।
ছায়াঘেরা এই বিশাল প্রান্তরে
শব্দবিহীন কত অশ্রু ঝরে।
কেউ পরাজিত জীবনের কাছে
কেউবা সময়ের কাছে।
প্রভাতের আলো কিংবা পূর্ণিমা চাঁদের মতো
জেগে উঠবার প্রয়াস শত।
মনের মধ্যে শপথের দৃঢ় বন্দনা
সত্যের পথে থাকি এ আমার
গভীর প্রার্থনা।