হাঁড়কাপা শীতে রাস্তার পাশে
মায়ের কোলে শুয়ে বাচ্চাটা হাসে।
সন্ধ্যার সাথে জমে গেছে চারপাশ
তবু এমনিই চলে তাদের বারোমাস।
খড়কুঁটো কিংবা ছেঁড়া কাঁথা জড়িয়ে
স্বপ্নবিহীন অশ্রু পড়ে গড়িয়ে
থেমে যাওয়া দিগন্তের আহবানে।
একমুঠো ভাত জোগাড় করতে
দিনের পর দিন ক্ষুধার সাথে লড়তে
আজও আছে তারা কঠোর সংগ্রামে।