পথ ছুঁয়ে ফেলেছে পদ্মের ছায়া
ভূলে গেছে সব বনানীর মায়া।
উদীয়মান তারকা বসে আছে একা
হয়নি কভূ সত্যের সাথে দেখা।
শেষ বিকেলের আলো গেছে নিভে
দুয়ারের কাছে এসে কে শান্তনা দিবে।
তবু আছে এক নিঃস্বার্থ বন্ধু
আলোদের রাজা সে স্বপ্নের সিন্ধু।
রাতের আঁধারে জ্বলে উঠে
পথহারা পথিকের সন্ধানে
নিভে যায়না কখনো সে মর্ত্যের অভিমানে।