দুপুরের নিস্তব্ধ সৈকতে
কিংবা ছায়াঘেরা বৃক্ষের চারপাশে
বিমলিন রৌদ্রেরা উঁকি দেয়
অবেলার মাঝি সেজে
কখনো মেঘের ঘনঘটা এই বনানীর মাঝে।
রক্তের মাঝে না জানা কত ধ্বনি
মানবাত্মার রূপে বেঁচে আছে হয়ে অবনী।
আবারও কোলাহলে দেখা হবে নতুন বিশ্বাসে
বেঁচে থাকবে সত্যেরা মানবের নিঃশ্বাসে।