অদেখা এই বিশ্বের অগোচরে
কত কিছু গেঁথে আছে বাহুডোরে
একান্ত আপন হয়ে
মানবের আত্মা বয়ে।
কেউ ফিরে দেখে নতুন স্বপ্ন
কেউ আটকে থাকে মোহে
কেউ জড়িত হয় দ্রোহে।
স্থানান্তর মিশে আছে অসংখ্যা গল্পে।
জীবন-মৃত্যুর গল্প।
গ্রহের আঁধারে ভোরের সুর
নিয়মের শেষে আসে
নতুন দুপুর।
মানবের সুখ-দুঃখ এমনই
পৃথিবীর বুকে আলো-আঁধার যেমনি।