দুনিয়াটাতে ছোট-বড় বলতে কিছু নেই
পয়সাওলা,কুর্তাওলা বড় হয় কি সেই?
দরিদ্ররা মানুষ নয়কো
ওরা দায়ের মতোন
সমাজ থেকে উপড়ে ফেলো
করিওনা আর যতন।
কৃষাণ-মজুর কামলা খেটে জোগাড় করে ভাত
অবশেষে তাদের পেটেই পড়ে তোদের লাথ।
কান্না করে উর্ধ্বে চেয়ে,লাগবে অভিশাপ
বিভেদবহুল সমাজ করে,করছি অনেক পাপ।
একই রক্তের মানুষ আমরা,একটি পরিচয়
সাম্য নিয়ে বাঁচবো মোরা,থাকবেনা আর ভয়।