আবছায়া আঁধারে ঢেকে আছে পথ
সৌরভ মেখে চলে বিদ্রোহী-সৎ।
হার মানেনি কভু অসুরের কাছে
কেননা হৃতপিন্ডে এখনো বিদ্রোহ আছে;
আর সে বিদ্রোহ রাতজাগা যুদ্ধের সাক্ষী
সে বিদ্রোহ শিখিয়েছে মাথা উঁচু করে দাড়াবার।
আর অন্যায়কে হারাবার;
প্রবল শক্তি।
মৃত্যুর সাথে লড়ছে প্রত্যহ
অগণিত শত্রু জন্মায় অহরহ।
তবু সে দাড়িয়ে আছে পতাকার খুটি ধরে
তাইতো বিপথগামীরা যায় দূরে সরে।
মৃত্যুর দুয়ারে দাড়িয়েও একটি কথা বলে
এ বাংলা আমাদের সত্য নিয়মে চলে;
আজীবন বেচে থাকবে সূর্যের ন্যায়।