নির্ঘুম রাতে একা বসে দেখি চাঁদটাকে
কেমন আলোকিত করছে বসুন্ধরাকে।
যাত্রা আমার শেষ হবেনা
জানি চিরকাল কেউ রবেনা;
তবু রেখে যেতে পারে অমলিন ইতিহাস।
জয়ন্তী কিংবা জন্মের উত্সব নয়
বরং এটা সাহসের বিনিময়।
রুখে দাঁড়ানো অন্যায়ের বিরুদ্ধে
ব্যথিত মনের দুঃখগুলো মুছে
ন্যায়ের রাজ্যটা কালো থেকে ঘুচে;
বিজয়ের পতাকা উড়বে এবার
আলোকিত ঊষালগ্নে।