হয়তো কোনো স্বপ্নের সন্ধানে
দাঁড়িয়েছিল তোমার দুয়ারে
তুমি তখন বসে আছো ক্ষমতার সওয়ারে।
ক্ষুধায় কাতর হয়ে পড়ে আছে রাস্তায়
এদের কেনা যায় সস্তায়;
কেননা আমরা এদের মানুষ মনে করিনা।
উপড়ে ফেলি তার ক্ষুদ্র আশ্রয়
আর হয় আমাদের অর্থ সাশ্রয়।
এখানে বানাবো রাজমহল
শয়তানেরা দেবে টহল।
নিপীড়িত মানুষের কান্না
খোদা ছাড়া আর কেউ জানেনা।
কি লাভ হবে গরীবের অভিশাপ নিয়ে
জবাব দিতে হবে ঐ কিয়ামতে গিয়ে।