ইতিহাস খাবলে নেয় কুকুরেরা
অথচ বসে বসে প্রহর গুনি।
আসবে প্রভাত;আর কীর্তন হবে আমাদের।
অগ্রহায়ণের শেষভাগ,এবং শতদল জেগেছে
আমি ওদেরই সংগী।ঘাম মুছে দিয়ে
জিজ্ঞেস করি,আর কত ঝামা।
দ্রুতপায়ে কেউ চলে যায়।
কাঁদেনা এখন কেউ আর,
মাকে জড়িয়ে কিংবা বাবাকে জড়িয়ে।
সবাই এখন ''বাবা'' হয়ে বসে আছি।
ধুয়া ভরে যায় সমানে সমান
অথচ আমাদের অনশন
এখনও শেষ হয়নি।
ঘরে আগুন লেগেছে,
পানি নেই;
সমস্ত পানি উবে গিয়েছে
কারো বহুমূল্য চরণ ধুতে।