খুনোখুনি আর হত্যার বাংলাদেশ
স্বাধীনতা নামে আছে ,শুধু নেই তার অবশেষ।
অপরাধ করে তবু  বুক উঁচে যায়
মসনদে বসে আজ মৃত্যুর গান গায়।
পিষে ফেলে প্রজা সব টাকার লোভে
বুঝবে ঠেলা ভালো করে জাহান্নামের ডুবে।
আমজনতার বদ্ধ শিকল ভাঙতে হবে আজ
সত্য-ন্যায়ের পত্রফলক করবে এখন রাজ।
অরাজকতার শেষ দেখে আমি ছাড়ব
আর বিদ্রোহের ঐ আগুন জ্বেলে বৈরীর সাথে লড়ব।