মসৃণ শব্দগুলো নির্বাক,
থেমে রয়েছে অন্ধকারের চারপাশে
অক্ষরগুলো বিলীন হয় অনায়াসে।
শুধু পড়ে থাকে চিঠিবিহীন খামগুলি।
রাতের সীমানা কমে আসে
মশালের আলো শুধু চোখে ভাসে।
গন্তব্যের পথে নেই সবুজের গন্ধ
বুকের ভেতরে আজ সুবিচার হলো বন্ধ।
অদৃশ্য দাবানলে পুড়ে গেছে সব আশা।
ভঙ্গুর হয়ে গেছি আমরা স্বার্থের কাছে
বিভক্ত হয়ে গেছি শক্তির ধাঁচে।
বানিয়েছি কুরুক্ষেত্র এই শ্যামল জন্মভূমি
ভয়াল পথের পথিক হয়ে কি পেলে আজ তুমি?
শত সহস্র মানুষের ঘৃণা
আর নিপীড়িত মজলুমের কান্না।
সময় পাবেনা করার অনুতাপ
কেননা মৃত্যু আসছে সত্ত্বর
নিয়ে অশ্রুর অভিশাপ।