দামামার সাথে রণহুংকার বাজে,আসেনি যশের লোভ
দুর্বার আমি সুনামির সাথে,হিংস্র হয়েছি খুব।
দেবালয় থেকে এসেছি আমি,প্রণাম হয়েছে সংগী
মানতে পারিনা ন্যায়ের রাজ্যে,শকুনের যত ভংগী।
মিনারে উঠেছে দ্রোহের ধ্বনি,পথে অবিরাম বাধা
দূরীভূত ঐ মেঘের খন্ড,তুফানে হয়েছে সাদা।
কালো সন্ধ্যার পথ গুনেছি,শুনিনি মৃত্যু অবদান
গন্ডদেশের অশ্রু শুকায়ে,মায়া-মমতার সমাধান।
চরাচর জাগে ব্যাপৃত হয়ে,ন্যায়ের ডংকা শুনে
মিছিল হয়েছে আগুনে সওয়ার,বিভাবরী রাত গুনে।
পিপীলিকা রূপ ধসিয়ে দিয়ে,আনবো শিকল ছাড়ি
বেঁচে থাকবার যত অধিকার,নিয়েছে যারা কাড়ি।
ঘৃণ্য রাজের অধিকারী রাজা,বৃত্তে হয়েছে জড়ো
মস্তিষ্কের জং ধরা কোষ,এবার উর্ধ্বে করো।


*আমার একজন প্রিয় মানুষ,প্রিয় কবি ''মোঃসানাউল্লাহ(আদৃত কবি)''।যিনি আসরে প্রতিনিয়ত মুগ্ধকর কবিতা উপহার দিয়ে যাচ্ছেন।মর্যাদার সাথে উনাকে এই কবিতাটি উৎসর্গ করলাম।