এ মহাদুঃসময় আর দুর্যোগে
হাহাকার সবখানে
মানবের রক্তিম অভিযোগে
সন্ধ্যারা আনমনে;
জেগে উঠে প্রবল তুফানের মতো।
সহস্র পাপ করেছি আর কত?
কত অসহায় মানবের অধিকার নিয়ে খেলেছি
কত মানুষের স্বপ্ন কেড়ে নিয়েছি;
পিশাচের মতো।
রক্তের বন্যা বইয়েছি টাকার জন্য
হয়তো কেউ বলেছে ''ধন্য ধন্য''।
কিন্তু মৃত্যুর ঘ্রাণ ছাড় দেবেনা কখনো
হিসাব নেবে প্রতিটি অসহায় মানবের কান্নার।