জনতার মাঝে কালো স্যুট পরে আবিদ সেজেছে কে?
অন্তরালের বৃদ্ধ হাওয়ায় পানসে হয়েছে যে।
গোত্র সবে,এক যে রবে নিশান উড়ায় কার
এক দমকায় শত জীবাণু সাহস মধ্যে যার।
বিস্ফোরিত মুখে মুখে যার সত্য বনার সাজ
মনে মনে তার ধ্বংসলীলা,হত্যালীলার কাজ।
শোন তবে হীন কাপুরুষ মিথ্যার অনুসারী
জানি তোমাদের হাত সুদূর প্রসারী
তবু আমাদের দেখ,প্রতি সাঁওতাল পল্লিতে তোমাদের দেওয়া
আগুন জ্বলে।
সাদা কাফনে ভরে গেছে যুদ্ধের ময়দান
দুর্গের মশালগুলো নিভে যায় ক্রমান্বয়ে
তবু তোমরা হেঁটে যাও নির্ভয়ে।
তবে জেনে রেখো হে রক্তপায়ী দল,
এখন সময় এসেছে ঐক্যের ডাক দেওয়ার
শত শত বিদ্রোহী হয়েছে সওয়ার;
তোমাদের সম্মুখে।