ভোরের পাখিরা জেগে উঠে রক্তিম আভায়
পরাজিত হয়নি কভূ জীবনের দাবায়।
বেঁচে আছে দেখো নীল আকাশের বুকে
শত ঝড়-ঝঞ্ঝাটে সাথীদের রুখে।
স্বার্থের কাছে কখনো হয়না বলি
বলে,'চলো মোরা একসাথে চলি'।
অথচ আমাদের সামনে বিচ্ছিন্নতার দেয়াল
বিমুখতা আর উগ্র খামখেয়াল।
সহস্র মানবের তরে রুখে দাঁড়াবার কেউ নেই
ওরা আমাদের মাঝে আগুন জ্বালাবেই;
হিংস্রতার আগুন।
ত্রাসের রাজত্ব ফাঁসিয়ে নিয়েছে জালে
ওরা থামেনা অনন্ত বেদনার কালে;
শুধু ছড়াতে চায় নির্মম পশুত্ব
এই সোনার বাংলায়।