কবরে খোদাই করা আছে তোমাদের নাম
তবু তোমরা দাওনি রক্তের দাম।
ঘাতকের সাথে করেছিলে সন্ধি
তাইতো আজ শুধু নামফলকেই বন্দি।
কোটি মানুষের ধিক্কার তোমাদের বুকে
জায়গা হবেনা তোমাদের পরলোকে।
রক্তের রাজ্য বানিয়েছ এই দেশটাকে
উল্লাস করে দেখেছ ধ্বংসের শেষটাকে।
ছিন্ন করেছ ঐক্যের বাঁধন
আজীবন করেছ দেশদ্রোহের সাধন।
সমবেত হয়েছিল সবাই
একটি স্বাধীন রাজ্যে
এটি পাইনি আমরা ন্যায্যে;
ত্রিশ লক্ষ শহিদের বিনিময়ে পেয়েছি
এই দেশ
শৃংখল ভেঙে বাংলার পথে
দেখে নেব এর শেষ।