অর্থলোভে মত্ত আছি,করছি খারাপ কাজ
সবখানে আজ নূতন করে বসল ঘৃণ্যরাজ।
অর্থলোভে করছি নিচু নিজের বিবেক-লাজ
মানব মাঝে উঠছি জেগে নিয়ে নতুন সাজ।
করছি হত্যা,সহিংসতা মনুষ্যত্ব ভূলে
টাকার লোভে দেশদ্রোহী,ঝলসে উঠে জ্বলে।
মাতৃভূমির ধ্বংসখেলায় মেতে ওঠে ওরা
স্বপ্ন কাড়ে,সহস্রদের রক্তদামে গড়া।
যাদের বুকে মনুষ্যত্ব খোদাই করা আছে
অর্থলোভে নাহি পড়ে,সত্য নিয়ে বাঁচে।
আর আমাদের এমনই হওয়া উচিত।
অর্থের অহংকার,অপব্যবহার,লোভ
কবরেও শান্তি দিবেনা।