বিচিত্র এই পৃথিবী
পাল্টে গিয়েছে মানুষ
শতাব্দী হয়ে গেছে বিষাক্ত
জঘন্যতার শেষ অব্যক্ত।
ভোরের আকাশ আঁধারে ঢাকা
কলরবহীন দরবার শূন্য-ফাঁকা।
তাম্রলিপির গায়ে রক্তের ফোঁটা।
সিলগালা করে দেওয়া হয়েছে
প্রত্যেকটি ঘর
কেননা বাইরে অমানুষেরা দাঁড়িয়ে আছে
ক্ষিপ্ত কয়েদীর মতোন।
রুখে দেওয়া হয়েছে আলোকিত পথ
আঁধারের রূপ ধরে আসিতেছে পৃথিবীর কেয়ামত।