অশ্রু বেয়ে পড়ে দুই চোখে
মৃত্যুর কষ্ট জমা রাখা এই বুকে।
সফেদ পথের মাঝে জীবনের সংকট
সমস্ত পৃথিবী করেছে বয়কট;
সুশীলতা আর ন্যায়কে
সাদরে গ্রহণ করেছে অন্যায়কে।
ছায়ামানবেরা হতাশার মাঝে
ভরে গেছে সব মলিন সাজে;
বিস্তৃত শুধু আর্তনাদের ধ্বনি।
ক্ষুধার্ত বন্য পশুর মতো
মারছে নিরীহ মানুষ শত শত।
রক্তের মাঝে লিখে রেখেছে অমানুষের নাম
শুধু মৃত্যুর সাথে শেষ হবে
এদের পরিণাম।