কখনো নীলাভ আকাশ কাঁপিয়ে
ধবল মেঘেরা দেয় পাড়ি পৃথিবীর দিকে
সূর্যটা লুকিয়ে যায় অনুরোধ শিখে।
পত্রফলক ছুঁয়ে যায় বৃষ্টির স্বচ্ছ আলো
বুকে ভয় জাগে যখন আসমান হয় কালো।
প্রকৃতি হয়ে যায় নীরব-শান্ত
কখনোবা প্রবল ঝড়ে পরিশ্রান্ত।
পাখিরা লুকিয়ে যায় বৃক্ষের আড়ালে
বৃষ্টি ছোঁয়া যায় হাতটা বাড়ালে।
মুসাফির সবে একলা হাঁটে
প্রবল ঝড়ের মাঝে
কালবৈশাখী লুকিয়ে থাকে
মেঘমালাদের ভাঁজে।
কখনোবা নতুন রৌদ্রের উঁকি
মনে হয় যেন প্রান্তর জুড়ে
ফুটেছে সূর্যমুখী।