চাবুকের আঘাতে নুইয়ে পড়ছে দাস
বুকভরা আর্তনাদ একরাশ।
আকুল আবেদন খোদার কাছে
শকুনের ছায়া পড়ে যেন
এই জালিমের লাশে।
প্রাচীন দরবারে দেখ অসহায়ের কান্না
আর হাত জোড় করে থাকা অপরাধী;
যে কিনা সিজদায় লুটেনি রাজাকে দেখে
বিদায় নিয়েছে ওরা তবু ইতিহাস গেছে রেখে।
আজ সমগ্র বাংলা প্রাচীন রাজদরবার
যেন বিষাক্ত সাপে ভরা কোনো পারাবার।
এবার ভেঙে ফেলব সব শৃঙ্খল
এই বাংলা থেকে
জন্মভূমির শপথ নিয়ে
সত্যকে যাব রেখে।