গাঢ় রক্তের ছিঁটে লেগে আছে সমুদ্রের বুকে
জলোচ্ছাস হয়ে ধেয়ে আসে কভূ প্রশ্নের সম্মুখে।
নিমগ্ন স্বপ্নেরা ধূসরিত হয় প্রভঞ্জনের সাথে
প্রহরের সাথে সন্ধি হয়নি কখনো।
জমাট বেঁধে থাকা আশ্রয়গুলো ধ্বংস হয়ে যায়।
বিধ্বস্ত নিশান জীবনের অভিপ্রায়ে
দিচ্ছে পাল্লা মৃত্যুর শত দায়ে।
অস্তকালের তীব্র আলোকরশ্নি
আর দূরে চলে যাওয়া আপন সকল পড়শি।
অপরাহ্নের সাথে চোখ বুজে থাকা রক্তাক্ত লাশগুলি
আলোড়ন তুলেনি বিদ্রোহের সম্মুখে।
কবরের মৃতঘ্রাণ ঘুরে বেড়ায়  রাতের অন্ধকারে
মনে হয় যেন শমনের ডাক আসছে বারেবারে।
প্রভূর সামনে মাথা নিচু করে আছে সহস্র প্রাণ
তবু সত্যের সাথে যারা বেঁচে আছে
তারা চিরকাল অম্লান।