ঘোর কাটেনি তখনও,
আর ভোর,সে তো অনেক দূরে
প্রতিনিয়ত যাচ্ছে ভেঙেচুরে।
যখন হাঁটুগেড়ে বসে আছি
অন্ধকার রাস্তায়।
রাত-বিরেতে হাঁটি।
কই হাঁটার তো কোনো দরকার নেই।
মাঝরাতে ডেকে উঠে কুকুর।
প্রতিদিন কিছু একটার দেখা পায় ওরা।
আমরা হয়তো নীরব থাকি।
ঘুমন্ত পাখিরা জেগে উঠে।
তারপর ডেকে ডেকে জানান দেয়
দেখো কে এসেছে
দেয়ালচিত্রের গুহা থেকে
কোনো এক খ্রিষ্টাব্দ ছিঁড়ে ফেলা  
মহান প্রবর্তক।
ওরা মরেনা,মরতে পারেনা।
রুদিত মজলুমের কাছে ওরা বারবার ফিরে আসে
শরস্তম্ভ হয়ে।