যদি রাজপথে কাঁটাতারের বেড়া দেওয়া হয়
যদি মিছিলের মাঠে আগুন জ্বালিয়ে দেওয়া হয়
তবু আমরা থাকব নির্ভয়;শঙ্কাশূন্য।
কেননা,সতত বিদ্রোহীরা প্রাণ দিতে জানে
অন্যায় আর অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে।
আর তার বদলেই তো ন্যায্য অধিকার আনে।
যদি থামিয়ে দেওয়া হয় প্রতিবাদ
তবে জেনে রেখো মৃত্যুর অনুবাদ;
শুধু সাক্ষী থাকবে দেশদ্রোহী নামে।
কাজ হবেনা রাজমুখোশে,যতই সাহস দেখাও
অন্যায় করে ,ফাঁস লাগিয়ে সাধুগিরি লেখাও।
এবার উন্মোচিত হবে অন্ধকার মুখোশ
এই বাংলার মাটি থেকে
বিপ্লবী সব কসম খেয়েছি
জীবন বাজি রেখে।