মেঘেদের রঙ মিশে গিয়েছে দিগন্তে
দুর্বার হয়ে পা বাড়িয়েছি অনন্তে।
ছায়াপথ জুড়ে রয়েছে তীব্র অন্ধকার
তবু আমি সেসব করেছি সৎকার।
চলেছি স্বাধীনতার পথে
আর ঐ রক্তরঙা পতাকার মিছিলে।
পণ করেছি এবার রাখব এই বাংলার মান
রক্ত দিয়ে রক্ষা করব বাঙ্গালীত্বের শান।
জালিম কেহ ঠাঁই পাবেনা সবুজ দেশের ভূমে
জেগে উঠ আজ বীর বাঙালী থেকোনা আর ঘুমে।
ওরা ঝাঁপিয়ে পড়ে মোদের উপর 'একাত্তরের 'মতো
ধ্বংস কর পাপাত্নাদের শিকল আছে যত।
অলংকারের চেয়েও দামী
আমার জন্মভূমি
তোমার জন্য শহিদ হব বীরমাতা যে তুমি।