পদাবলীসমূহ নিশ্চিহ্ন
আড়াল করা মানবের মুখে ক্রুর হাসি
আবার সেই ঘৃণ্য মুখে বলে দেশকে ভালোবাসি।
পথ-প্রান্তর,ঝাপসা চোখের আড়ালে
হারিয়ে যায় হাত বাড়ালে;
সেনানীর দৃপ্ত কবর।
অহেতুক প্রশ্নেরা রুখে দেয় পথ
মনের সিন্দুকে রাখা আছে
গূঢ় আমানত।
শতাব্দী হয়নি শেষ
সময়ের গতি থামেনি তোমাদের ইশারায়
কেননা সূর্য-চন্দ্র আছে আজও পাহারায়।
এরা আলো দেয়,দূর করে অন্ধকার
তাইতো জিতে যাই আমরা বারেবার।
রুদ্ধদ্বার ভেঙে স্বপ্নের জয় হবেই এবার।