রক্তে লেখা সংবিধান
তবু হয়নি এই মৃত্যুর সমাধান।
যেখানে প্রভাতের আলোকরশ্মি ছড়িয়ে পড়েছে
লাশের গায়ে
আর জমাট রক্ত বেধে আছে বাতিলের পায়ে।
গভীর রাতে এখনও শোনা যায় তার আর্তনাদ
কবরস্থানের গভীর থেকে।
সে কোনো অপরাধ করেনি
শুধু হাত আর পায়ের শিকল
খুলে দিতে বলেছিল
অত্যাচারী জালিমদের।
শুধু একবার বলতে চেয়েছিল
''জয় বাংলা''
সতত বিদ্রোহের কথা গেঁথে গিয়েছিল তার রক্তে।
সুনামির সাথে জেগে উঠেছিল সে
আর থাবা বসিয়েছিল স্বৈরাচারের রাজ্যে।