পতাকায় মুড়ানো লাশ
বয়ে চলে সমাধির পথ ধরে,
অজানার বাহুডোরে
সীমান্ত ছুয়ে ফেলেছে আকাশ
নির্জনে বসে আছে 'কালবোশেখীর' বাতাস।
নির্ঘুম রাতে জেগে উঠে আবছায়া রূপ
অশরীরী আত্নারা নাচে মৃত্যুর অনুরূপ।
প্রভাতের চিৎকার শুধু কৃষাণের কানে
রাত দিন কাজ করে নবান্ন আনে;
ঘরে ঘরে ফুটে সাফল্যের হাসি
নেই কোনো অহংকার,গৌরব রাশি রাশি।
গরীবের পেটে লাথি মেরে কভু
বড়লোক হওয়া যায়না
এই বিদ্রোহী তোমাদের সাথে
মৃত্যুর গান গায় না;
সিধা জমিনে গেড়ে দেয়।