জন্মান্তর নেই।আঁধারে আচ্ছাদিত পথে
মহাসাগরের আহবান চেয়ে থাকে,
ঘুমন্ত পাখিরা এখনও জানেনা দুর্বিষহ
বেদনার কথা
প্রবল ঝড়ে নুইয়ে যাওয়া তরুলতা।
সমাধির পাশে চিঠি পড়ে থাকে কারও
বিষন্ন সময় বেদনা ছড়ায় আরও।
শালিকের চোখ বেয়ে ঝরে পড়ে দু-ফোঁটা অশ্রু।
রক্তের বাঁধন ছেড়ে চলে গেছে মা
পথশিশুরা হাসেনা এখন আর
বুকের ভেতরে অসীম কষ্ট
মৃত্যুর ডাক আসে বারেবার।
অন্ধকারের গভীরে হারিয়ে যাচ্ছে সবাই
বুক ফেটে আসে কান্না।
স্থবির চোখে আজও দেখছি
তোমাদের চলে যাওয়া।