মোরা মাথা উঁচু করে থাকি আসমান সম
গোলাম নই যে কারো
হাত পেতে কভু ধূলিঝড় তুলি
বিধাতার বাণী ছাড়ো।
আমরা পথিক হতে পারি;
গোলাম-আজাদি খেলোয়াড় নই
সিংহদুয়ারে বন্দি রাখা তলোয়ার নই।
আমরা নগন্য হতে পারি।
তবু আমাদের শরীরের রক্ত-মাংস তোমাদের মাটিতে
সমাধিস্থ হয়না।
আমরা কোনো শর্তের অধীন নই
স্বাধীন বাংলার নাগরিক।
গোলামীর মনোভাব গেঁথে  দিতে পারেনি কেউ
অতীত , বর্তমান ভবিষ্যতে
তার বদলে প্রতিবাদী হয়ে উঠেছি বারেবারে।