বাজারজাত করা সংস্কৃতির
আড়ালে মুখ লুকিয়ে
মৃতকান্নায় চোখ শুকিয়ে;
রূহটাকে করে ফেলেছি অন্ধ।
চলার পথ নেই জানা
শুধু মৃত্যুতে মানা
অবরোধ হয়ে আছে একতার সংবিধান।
পরমাত্মার বুকে দ্রোহের খঞ্জর
বন্দী হয়ে আছে স্বার্থ -পিঞ্জর।
মাটির দিকে তাকিয়ে
সইছি অন্যায়
জ্বলন্ত প্রতিবাদ ভেসে গেছে
পাপের বন্যায়।
দিনের পর দিন যাচ্ছি নিচে নেমে
তাইতো আজি স্বপ্নের পথ
গিয়েছে থেমে।
যে পথের মাকসাদ ছিল
উপহার দেওয়া
একটি স্বতন্ত্র-স্বাধীন বাংলা।