উপাচার্যের শিবির থমকে
চুপ হয়ে যায় হঠাৎ
রাত্রির সীমানা রগড়ে;
ধামনিক রবেদের হুলস্থুল।
মেনে নিয়েছে,মেনে নিতে হয়েছে।
তাই মরতে মরতে বাঁচে।
যখন আপদেরা বেষ্টন করে
তখন চোখ নামিয়ে সবাই চলে যায়।
তখন মনে হয় সারা দুনিয়া এক করে ফেলি;
অথচ অনন্ত দুর্দৈব
এখনও আমাদের ছাড়েনি।
ঘিঞ্জির মতো আঁকড়ে ধরে আছে।
ওরা ভয়ংকর দনুজ না,
ওরা মহাপ্রভূ না;
তাহলে কেন প্রতিদিন মুক্তকচ্ছের মতো
দলিত হচ্ছি।
দাসেরক তো নই আমরা,
মঙ্গলচিত্রের দেয়ালে
পুরাকালীন মহামানবদের মতো,
একটি নিঃশব্দ হাসি দেখতে
এগিয়ে যাবো সত্যের লক্ষ্যে।