কবিতা আমাদের সত্যের দিশা দেয়।আহবান করে নতুন পথে।যে পথে কোনো অশান্তি নেই,হাহাকার নেই,হিংসা বিদ্বেষ নেই।কবিতা তো আমাদের এটাই শেখায়।মানবতাবোধ,শিষ্টাচার।যেখানে তুলে ধরা হয় জীবনের প্রতিচ্ছায়া।যেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা বলা হয়।ঐক্যের কথা বলা হয়।কবিতা মূলত সামগ্রিক একটা পৃথিবীর প্রতিচ্ছবি।যেটি বিপথে যাওয়া মানুষটাকে সুন্দর পথ দেখায়।যেকোনো জিনিসকে একটা ছন্দের ভেতরে আবদ্ধ করে তুলে ধরা হয়।যার ফলে পুরো থিমটা দিয়ে উপলব্ধি করা যায় বিষয়টি আমাদের একটা সুন্দর পথ দেখাচ্ছে অথবা একটা সংকেত দিচ্ছে।যার ফলে জীবনের উপর এর প্রভাব অনেকটা সূর্যের আলোর মতোন।
আলোচনাটি ৬৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৪/০২/২০২০, ১৪:৪৪ মি:
মন্তব্যসমূহComments
এখানে এপর্যন্ত ৪টি মন্তব্য এসেছে।