ভালো আর খারাপ দুটোই মিশে আছে
আমাদের রক্তে।
অথচ আমরা খারাপটাই মস্তিষ্কে তুলে নিয়েছি।
চামড়ার ভেতরে তো আর খোদাই নেই
ধর্মান্তরিত হচ্ছি সেভাবেই।
প্রাচীন কেউ গড়ে তুলেছিল মঠ
এখনো কল্পনা পাকাচ্ছে জট;
সুমধুর নিয়মের প্রচন্ড তদবির।
যুগে যুগে এসেছে রাক্ষসের দল
অথচ মৃত্যুই শেষ সম্বল।
কেউ জেগে উঠেছিল দৃপ্ত হুংকারে।
কেটে দিয়েছিল জালিমের সব নাড়ি
কে বলে সাহস নেই,আমরাও পারি;
সুন্দর,সঠিক দেশ আর সমাজ
প্রমাণ হয়ে থাকবে
এক একটি বিদ্রোহের।