মাথার ঘাম পায়ে ফেলে ঐ রিকশা চালকটি
শত আশা বুকে মানুষ হবে আমার বালকটি।
নিভৃত রজনীর মায়াডাক শুনে শিহরিত হয় বুড়ি
যুদ্ধের মাঝে মারা গিয়েছে স্বপ্নের যত ঘুড়ি।
বুকের মধ্যে ভয় নেই তার, দেশের প্রহরী যারা
সোনার মাটিতে দাম্ভিক হয়ে কে দেয় আজ পাড়া?
রাস্তার পাশে লাশ পড়ে থাকে
ফিরেও চায়না কেউ
গরীব মানুষ সবল তবু
নিত্য হচ্ছে হেও।
চুপটি করে বসে থাকে জালিম,শাসক ভয়ে
ওরা চলে যাবে তবু তোমাদের কথা চিরকাল যাবে রয়ে।
তাই ক্ষুরের মতোন আঘাত হানতে হবে ওদের,
ওদের কবর খুদাই করে
বিশ্রামে বসব হে বিদ্রোহী দল।