সূর্যের কণা মেঘের সাথে মিশে
দিগন্তের বুকে দূর থেকে দূরে ভাসে।
চলে আসে আমাদের উপত্যকায়।
চোখ মুখ নূতন আলোয় ঝলসে উঠে
মুচকি হেসে স্বাগত জানায় সবাই
যেন সুমধুর তান লয়ে রুদ্দুরে হারাই।
শিশু-বৃদ্ধ সবার চোখে তৃপ্তির উল্লাস
নেই প্রান্তরে বৃষ্টির পরিহাস।
এ আলো দূর করবে আপামর সন্ত্রাস।
শরীরের মাঝে নব উদ্যম জন্ম নেয়
আছে যত উগ্রতা সব দূর করে দেয়।
ভেঙে দিতে চায় যত পামর বন্ধন
মুছে দিতে চায় অকারণে আসা যত ক্রন্দন।
সাবধানী পথে বাধা দেয়না কভূ
শত বাধা চিরে আলোকিত পথে
চলছি আমরা তবু।