বুকভরা শত অভিমান
তবু কখনো কমেনি স্বপ্নের সম্মান।
শিহরিত হয়েছি উগ্র সমাজ দেখে
যাচ্ছি আমরা ভয়ানক পথ রেখে;
ওদের জন্য।
এ পথের সীমানা আঁধারে ভরা
আছে শুধু ভয় আর জরা।
ছড়িয়েছে বিদ্বেষ আর অহংকার
হিংসাকে বানিয়েছে অলংকার।
হিন্দু- মুসলিম- বৌদ্ধ-ক্রিশ্চান
সবাই তো করে সত্যের আহবান।
একসাথে মোরা থাকব সর্বদা
বেড়ে যাবে এই বাংলার মর্যাদা।
রুখে দাঁড়াব সব মুখোশধারীর সামনে
উদিত সূর্যের মতো
দূর করব সমাজের মাঝে
উগ্রতা আছে যতো।