আক্রোশ নেই মৃতপ্রায় বস্তিতে,
আগুন ঝরছে শাখায় শাখায়।
সেই ভোর-পায়ে মেখে ছুটেছিল কেউ
সমুদ্র থেকে উঠে আসা ঢেউ,
কোনোরকমে বেঁচে আছে মৃত্যু পর্যন্ত।
নীরব থাকে শত অন্যায়,অহংকারে
কেননা,তার যে পেটে প্রচন্ড ক্ষুধা।
বাসি আবর্জনা আর পাইপের নোংরা পানি
জীবাণু হয়ে ঢুকছে দেহে।
চোখ শূন্য হয়ে আছে অসহায়ের মতো
আঘাত হানে মহারাজাদের অনিষ্ট যতো।
তবে কি সে সাড়া দিতে পারে উজাড় হওয়া
সাম্রাজ্যের বিরুদ্ধে।
সে কি আত্মা নয়,সে কী ভীরু!
তোলপাড় হতো যদি কেউ একমুঠো  
ভাত দান করে।
অথচ নিত্য ওদের ঘরে আগুন জ্বলছে
ঐ মহারাজারাই অর্থলোভে,
লোলুপ চক্ষু ডলছে;
কেননা প্রবল ঘৃণা
ওদের জন্তু বানিয়ে ফেলেছে।