শূন্য এই পৃথিবী
অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছে তারকারাজি
তবু তো আমরা নতুন করে সাজি;
নতুন কোনো বিষাক্ত আহবান নিয়ে।
হেসেখেলে ফিরছে সবাই
আপন ঘরে
ওরা দূরে যায় সরে;
জানেনা বুলেটের আঘাতে
ছিন্ন-বিচ্ছিন্ন লাশের কথা।
উত্তাল এই পৃথিবী
তাইতো সূর্যের আগুনে রক্ত ঝরছে আমাদের মস্তিষ্কে।
আর আমরা হেঁটে চলেছি ধ্বংসের ভয়ানক পথ ধরে।