চুলো থেকে ধোঁয়া উড়ছে,
বাষ্পের পরিণতি দেখছি।


শেষের ধ্বনি আমি শুনিনি।
হয়তো শুনেছি পায়ে পিষে যাওয়া
মজলুমের চোখ থেকে।
বরণডালা নিয়ে সামনে আগাচ্ছিল ওরা।
স্বাধীনতা নাম নিয়ে করছিল ভ্রূক্ষেপ
অথচ শত শত প্রশ্নবাণ নিক্ষেপ;
করেও ক্ষান্ত নই।
হ্যাঁ,উনারা এমনই।
সাইক্লোন হব আমি রোদের কান্তি ছুঁয়ে
লুটাবে সকল উর্ধ্বপায়ী,
লুটাবে রে এই ভূঁয়ে।
পা তো সবার কবরে রাখা,
শুধু মাটিচাপা বাকী।
তাহলে পায়ের দাম বাড়াও কেনো!
নাকি তোমাদেরও শখ আছে
রাজপথে কাঙাল-ক্ষুব্ধ জনতার
বুভুক্ষু গ্রাস হওয়া।
অস্ত নামার আগেই,
মরণকামড় সওয়া।
সাবধান!!!সাবধান!!!