ভাসমান জলের উপর বসতি
যখন চারিদিকে আঁধার নিশুতি;
ঝড়-ঝঞ্জাট,বৃষ্টি বাদলে
নিখিল ঐ আকাশের আদলে
ওরা চলে অসীম গন্তব্যে।
নেই আক্ষেপ জীবনের
কিংবা প্রচন্ড বিদ্রোহের।
আপনার ছায়া আপনাতেই বিরাজ করে
নাহি স্বপ্নের জন্য বায়না ধরে;
নিখিল বিশ্বের একাকী অভিযাত্রী এরা।