যুদ্ধগুলো যেন তাঁদের বিরুদ্ধে হয়
যারা আজন্ম লালন করে ত্রাসের পরিচয়।
বিস্তার করে ঘাতকতা আর নৈরাজ্য
ওদের কারণেই সত্যটা পরিত্যাজ্য।
যুগের দোহাইয়ে যারা অতিশয় চতুর
বিচারের শেষে দেখ তারাই ঘৃণ্য,ফতুর।
যারা হাত তুলে স্যালুট করে পতাকার পানে
অথচ শেষে দুমড়ে-মুচড়ে
পদদলিত করে।
যারা কেড়ে নেয় নিঃস্ব মানুষের সর্বস্বত্ব
প্রভূর আরশ কাঁপবে যখন,কাজ দিবেনা পথ্য।
কেননা ওরা আড়ালে ধারণ করে আছে
বঞ্চিত মানুষের তীক্ষ্ম আহাজারি।
যারা পায়ে ধরে, আবার পায়ের তলেই
পিষে মারে
মৃত্যু অবধি প্রতিষ্ঠিত করে
আরো কিছু পশু
যারা ক্ষান্ত হবেনা শত মৃত্যুতে
কখনো হবেনা রজু।
তাই যুদ্ধগুলো যেন এদের বিরুদ্ধে হয়।